ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক ৩য় বারেও হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ৩য় বারের মত মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (০৭) হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এস,এম মুরাদ আলি এই সম্মাননা স্মারক তুলে দেন ওসি মোঃ আব্দুর রাজ্জাক কে।
মাধবপুর থানায় যোগদান করার পর থেকে ওসি মোঃ আব্দুর রাজ্জাক মাদক, সন্ত্রাস দমনসহ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন জন্য বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি মনোনিত করেন।
বুধবার হবিগঞ্জ জেলা পুলিশের কার্যালযে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।