শিরোনাম

South east bank ad

ধুনট উপজেলা চেয়ারম্যানের ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর বিপক্ষে ভোট করায় স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্র্থককে মারধরের অভিযোগে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই আব্দুল কাদির জিলানীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সোমবার(০৬ ডিসেম্বর) রাতে চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের চাঁন মিয়ার ছেলে সাদাদ হোসেন শাহীন বাদী হয়ে ধুনট থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর চিকাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাজমুল কাদিন শিপন এবং চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

কিন্তু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা) পান নাজমুল কাদির শিপন। একারণে আলেফ বাদশা মনোনয়ন না পেয়ে তার মেয়ের জামাই আরিফুর রহমানকে নৌকার বিপক্ষে ভোটে দাঁড় করিয়ে দেন। নির্বাচনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন জুয়েল চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে নির্বাচনে নিজের মেয়ের জামাই পরাজিত হওয়ায় চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি অলেফ বাদশাহ ক্ষিপ্ত হয়ে ৩০ নভেম্বর ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের ছোট ভাই শিক্ষক আল মামুনকে মারধর করে আহত করে। এ ঘটনার পরপরই নৌকার বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে আলেফ বাদশাহকে চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় (৩০ নভেম্বর) ধুনট উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বাদি হয়ে চিকাশী ইউনিয়নের সদ্য বহিস্কৃত সভাপতি আলেফ বাদশাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে নিজের ভাইকে মারধর করায় ধুনট উপজেলা চেয়ারম্যানের আরেক ভাই আব্দুল কাদির জিলানী ক্ষিপ্ত হয়ে গত ৩ ডিসেম্বর সকালে আলেফ বাদশার শ্যালক সাদাদ হোসেন শাহীনের মিল ঘর ভাঙচুর করে। এঘটনায় শাহীন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই দিনই পুলিশ ঘটনাস্থনে তদন্ত করেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, চিকাশি ইউনিয়নে নির্বাচন পরবর্তী বিছিন্ন কিছু ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। এসব ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: