শিরোনাম

South east bank ad

উচ্চ আদালতের রায় রংপুরে কোটি টাকা জমি দখলমুক্ত

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সীমান্ত সাথী, (রংপুর):

রংপুরের বদরগঞ্জ পৌরশহরের কথাকলি সড়কে অন্যদের দখলে থাকা পৈত্রিক সম্পত্তি উচ্চ আদালতের নির্দেশে ২৩ বছর পর ফিরে পেলেন গনেশ শর্মা নামে এক ব্যক্তি। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) রংপুরের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিকের উপস্থিতিতে ওই জমির ওপর দীর্ঘদিন ধরে স্থাপন করা দোকানপাট উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝে দেওয়া হয়। এসময় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় ও মামলার সুত্রে জানা যায়, বদরগঞ্জ পৌরশহরের কথাকলি সড়কে গনেশ শর্মার তিন শতাংশ পৈত্রিক জমি (যার জেএল নম্বর ৩৪, খতিয়ান-৬৮০) ১৯৯৮ সালে জবর-দখল করে নেন আবু বক্কর নামে সাবেক এক ইউপি চেয়ারম্যান। পরে তার পরিবারের লোকজন ওই জমি মনু নামে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এ নিয়ে গত ২৩ বছর আগে আদালতে মামলা করেন গনেশ শর্মা। পরে মামলাটি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। উচ্চ আদালত থেকে গনেশ শর্মাকে জমি বুঝে দেওয়ার জন্য আদালতকে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বদরগঞ্জ সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক জমির প্রকৃত মালিক গনেশ শর্মাকে জমি বুঝে দেওয়ার আদেশ জারি করেন। এ ঘটনায় আজ মঙ্গলবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ও থানা পুলিশের উপস্থিতিতে জমির ওপর স্থাপন করা তিনটি দোকান উচ্ছেদ করা হয়। পরে ওই জমির সীমানা প্রাচীর দিয়ে গনেশ শর্মাকে জমি বুঝে দেওয়া হয়।

গনেশ শর্মা বলেন, ‘আমি নিরীহ মানুষ। অনেক অনুরোধ করার পরেও জমি ফেরত না পেয়ে আদালতে মামলা করি। বর্তমানে ওই জমির মূল্য প্রায় কোটি টাকা। মামলায় আমার জমি ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়। এর পরেও তারা আমাকে নানাভাবে ভয়ভীতিসহ হুমকি-ধমকি দিচ্ছে।’
আইনশৃংখলার দায়িত্বে থাকা বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) হাফিজার রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অনাকাংখিত ঘটনা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: