শিরোনাম

South east bank ad

উপজেলা চেয়ারম্যান বাবু হত্যা মামলায় ১৪ আ'লীগ নেতা-কর্মিকে কারাগারে প্রেরণ

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলায় চার্জশীটভুক্ত ১৪ আওয়ামী লীগ নেতা-কর্মিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসানের আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পরে বেলা ১২টার দিকে পুলিশের ভ্যানযোগে তাদের নাটোর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এসময় আওয়ামীলীগ নেতারা আদালত চত্বরে ভীড় জমায়।

জেল হাজতে পাঠানো ১৪জন আসামী হচ্ছেন- মো: শাহজালাল, ইদ্রিস মোল্লা, জাবির সোনার, মেয়র জাকিরের ভাই মো: জিন্নাহ মোল্লা, জিল্লুর রহমান, মাসুদ রানা, প্রশান্ত কুমার, আব্দুল আজিজ, আওয়াল, আজগর আলী সোনার, কোরবান মোল্লা, আব্দুর রাজ্জাক কবিরাজ, ওয়াজেদ আলী সোনার এবং মনির হোসেন।

এর আগে নাটোরের সিআইডি বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িত বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন সহ মোট ৪১জনের নাম উল্লেখ করে গত ২৪জুন আদালতে চার্জশীট দাখিল করে। এরমধ্যে মেয়র জাকির সহ অন্যরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর স্থানীয় বনপাড়া বাজারে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: