শিরোনাম

South east bank ad

হবিগঞ্জে চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ৫ বগি

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

হবিগঞ্জের মনতলা স্টেশনের কাছে সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের পাঁচটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে মুহূর্তেই চালক ট্রেন থামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন কয়েকশ যাত্রী।

সোমবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় হবিগঞ্জের মনতলা স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই এই দুর্ঘটনা ঘটে বলে রেলকর্মী ও যাত্রীরা জানান।

সিলেট রেল স্টেশন থেকে বেলা সোয়া ১১টার দিকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস।

বেলা সাড়ে ৩টার দিকে ট্রেনটি হবিগঞ্জের মনতলা স্টেশনে পৌঁছে। এখানে দু মিনিট বিরতির পর আবারও চলতে শুরু করে।

কিছু দূর যাওয়ার পর হঠাৎই ট্রেনটি দু’ভাগ হয়ে যায় বলে জানান ট্রেনের যাত্রীরা। এ সময় আশপাশের লোকজনের চিৎকারে ট্রেন থামান চালক। পরে জানতে পারেন বগির সংযোগ হুক খুলে ট্রেনটি দু’ভাগ হয়ে গেছে।

ট্রেনের ১১ নম্বর বগির সংযোগ হুকটি ভেঙে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া থেকে হুক এনে পুনরায় ট্রেনটি চালু করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: