ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ দিকে এ ঘটনা ঘটে। মৃত যুবক পৌর শহরের মহলবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের ছেলে খোকন(৩৩)।
ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার রাণীশংকৈল টু নেকমরদ মহাসড়কে বিশ্ব রোডে ফায়ার সার্ভিসের সামনে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, নছিমন গাড়ি ও চালকেকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।তারা অভিযোগ দিলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা নিয়ে এলাকায় এবং মৃত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।