জেলা প্রশাসকের হস্তক্ষেপে সিল জাল করায় যুবক জয় শ্রী ঘরের পথে
এম.এস রিয়াদ, (বরগুনা)
উচ্চ আদালতের একটি রিটের অভিযোগ তদন্ত করতে গিয়ে বরগুনা জেলা প্রশাসনের ফ্রন্ট ডেস্ক শাখার জাল সিল প্রমানিত হওয়ায় গতকাল সোমবার (০৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক হাবিবুর রহমান জয় চন্দ্র মাঝি নামের এক যুবককে পুলিশে হস্তান্তর করেছেন।
আটককৃত জয় চন্দ্র মাঝি আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল চন্দ্র মাঝির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের জুডিসিয়াল শাখার অফিস সহকারী সাইদুর রহমান জানান- উচ্চ আদালতের একটি রীটের অভিযোগ তদন্ত করতে গিয়ে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে।
অভিযোগকারীর পক্ষ উচ্চ আদালতে অভিযোগ করে জেলা প্রশাসনে আবেদন দিয়ে তারা প্রতিকার পায়নি। পরে উভয়পক্ষকে শুনানির জন্য জেলা প্রশাসক তলব করেন। এরপর জাল সীল ধরা পরে। পরে জয়কে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলাম বলেন- জেলা প্রশাসনের অফিস সহকারি জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করবেন বলে জেনেছি। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন।