বরিশালে ব্রোকার হাউজের প্রতারনায় সর্বশান্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা
এম.মিরাজ হোসাইন, (বরিশাল):
বরিশালে আল বারাকা ব্রোকার হাউজের প্রতরনায় পড়ে ৪ শতাধিক ক্ষুদ্র বিনিয়োগকারী মূলধন হারিয়ে সর্বশান্ত ও নিঃস্ব হয়ে গেছে। এ অবস্থায় সরকার ক্ষুদ্র বিনোয়োগকারীদের ঋন স্থগিত করার ঘোষনা দেয়ার পরও আল বারাকা ব্রোকার হাউজ গ্রাহকদের কাছ থেকে ঋন আদায়ের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড কর্তৃক ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। গত রবিবার (০৫ ডিসেম্বর ২০২১) বেলা ১১টায় নগরীর সদর রোডের একটি রেস্তেরায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারী মো. শাহিন খান, গোলাম গফফার জোহা, মনিরুল ইসলাম, বঙ্কিম চন্দ্র হালদার, কামরুজ্জামান খান, এস.এম মোস্তাফিজুর রহমান, মো. মোশারেফ হোসেন ও মো. আনিসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্থ মনোয়ার হোসেন তালুকদার জিপু বলেন, একাউন্ট খোলার কাগজের সাথে কর্তৃপক্ষ ঋনের ফরমে কৌশলে স্বাক্ষর করিয়ে নেয়। গ্রাহকরাও সরল বিশ্বাসে স্বাক্ষর করেন। ওই সাক্ষরের বলে এআইবিএল গ্রহকের অর্থ নিজেদের অর্থে পরিনত করে। এখন তারা নতুন বিনিয়োগকারীদের অর্থ তসরুফ করার পরিকল্পনায় পুরনো বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়-বিক্রয় বন্ধ রাখেন। এ বিষয়ে সংশ্লিস্ট সব কর্তৃপক্ষেকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন তারা।
এ ব্যাপারে জানতে বরিশাল আল বারাকা ব্রোকার হাউজ ম্যানেজার মনিরুজামানের মুঠো ফোনে কল দেয়া হলে তিনি ব্যস্ততার অজুহাতে ফোন কেটে দেন।