শরীয়তপুর জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ রোমান আকন্দ, (শরীয়তপুর):
শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) বিকালে জেলা শহরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক এমপি ইয়াসমিন আরা হক। প্রধান বক্তা ছিলেন, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নায়েব ইউসুফ।
বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসান কায়েস। সভাপতিত্ব করেন, জেলা বিএনপির মহিলা বিষায়ক সম্পাদিকা আল আসমা উল হুসনা। এসময় উপস্থিত ছিলেন, মহিলা দলনেত্রী শাহিদা আক্তার, শান্তা, সেলিনা, কান্তা মৃধা, শাহানাজ মৃধা সহ জেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
১নং ছবির ক্যাপশন:
শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে উপস্থিত অতিথি বৃন্দ।