নেত্রকোনায় পরিবেশ নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশণ গঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নেত্রকোনায় পরিবেশ নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশণ গঠিত । সভাপতি দেব শংক্কর সাহা রায় ( ভি পি দেবু) ও সাধারণ সম্পাদক এনামুল হক পলাশ ।
নেত্রকোনায় পরিবেশ নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশণ গঠিত হয়েছে ( পি আর পি ডি) নেত্রকোনা সার্কিট হাউজ হলরুমে জনপ্রশাসন মন্ত্রলায়ে অতিরিক্তি সচিব মোঃ আল আমিন সদ্য ঘোষিত নেত্রকোনা জেলা শাখার পরিবেশ নদী রক্ষা সভাপতি দেব শংক্কর সাহা রায় ( ভি পি দেবু) ও সাধারণ সম্পাদক এনামুল হক পলাশকে আনুষ্টানিক ভাবে তাদের হাতে দায়িত্ব কাগজ পত্রাদি বুঝিয়ে দেন ।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশণ কেন্ন্দ্রীয় কমিটির এইচ এম সুমন , আমিনুল ইসলাম ও কেন্দ্রিয়া কমিটির উপদেষ্টা স্মৃতি কনা আরো অনেকেই ।