ঠাকুরগাঁওয়ে বিষাক্ত ওষুধ খাইয়ে দুটি গরু হত্যা
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওযের পীরগঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে ২টি গরুকে হত্যা করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে ,থানায় অভিযোগ দিয়েও ২৪ঘন্টা অতিবাহিত হলেও মিলেনি কোন প্রতিকার।
গতকাল রবিবার (০৫ ডিসেম্বর ২০২১) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার রেল স্টেশন সংলগ্ন জগথা ফকিরপাড়া নামক স্থানে আসাদুল নামক এক ব্যক্তির এই দুটি গরুকে হত্যা করা হয়।
এ বিষয়ে গরুর মালিক আসাদুল ইসলাম একই গ্রামের আব্দুর রহিম ও তার স্ত্রী শিক্ষিকা রসনা বেগমকে আসামী করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ থানা বরাবরে অভিযোগ দায়ের করেছেন।
গরুর মালিক আসাদুল হক, বলেন গতকাল সন্ধ্যায় রহিম ও তার বউ শিক্ষিকা রসনা বেগম কলার ভিতরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেয়। আমরা তাদের বিচার চাই।
এ ব্যাপারে পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ৮নং ওয়ার্ডের মাহফুজ আলম বলেন,আমাকে মৌখিক ভাবে অভিযোগ দিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।