শিরোনাম

South east bank ad

ববি’র গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল):

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনির এঝঞ গুচ্ছভূক্ত ভর্তির আবেদনের ফলপ্রকাশ করা হয়েছে। সোমবার (০৬ ডিসেম্বর ২০২১) দুপুর ১২ টায় ববি উপাচার্যের কক্ষে এ ফলাপ্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় বরিশাল বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, ভর্তি সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির আহবায়ক নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, সদস্য-সচিব সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইরফান, সদস্য সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামসুদ্দোহা, সদস্য সিএসই বিভাগের প্রভাষক মোঃ রাশিদ আল আসিফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছেন। এ গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে যে নম্বর বা স্কোর তৈরি হয়েছে সেই স্কোর বিশটি বিশ্ববিদ্যালয়ের কাছে পৌছে দেয়া হয়েছে। তার পরবর্তীতে স্ব স্ব বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক কাউন্সিলে ও সিন্ডিকেটের সিদ্ধান্তে ভর্তির সর্তাবলীর আলোকে তারা ১ম বর্ষের ভর্তির আহ্বান করেছে। সেই আলোকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে ও সিন্ডিকেটের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের সর্তাবলীর আলোকে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আহবান করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪৪০ টি আসন আছে। এই আসনের বিপরীতে সর্বমোট বিজ্ঞান, মানবিক ও বানিজ্য এই তিন বিভাগে ৩৫ হাজার ৭৯২ জন আবেদন করেছেন। এর মধ্যে ‘ক’ ইউনিটে ২০,৫৬৮ জন, ‘খ’ ইউনিটে ৯,৩২২ জন এবং ‘গ’ ইউনিটে ৫,৯০২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ছেলে প্রার্থী ছিলো ২১ হাজার ৬০৩ জন ও মেয়ে প্রার্থী আবেদন করেছিলেন ১৪ হাজার ১৮৯ জন। প্রতি আসনের বিপরীতে ২৪ দশমিক ৮৬ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে ঢাকা বোর্ডের সর্বোচ্চ আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে আমরা মেধা তালিকা প্রকাশ করছি।

‘ক’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ইত্তাসুম মাহমুদ আদিব। ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন রাজশাহী শিক্ষা বোর্ডের শিক্ষার্থী মোঃ সজিব ইসলাম এবং ‘গ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেন বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ফারহানা খানম। প্রতি আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থী ২৫ জন। ২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি চলবে আগামী ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ক্লাশ শুরু হবে আগামী ২৩ জানুয়ারি থেকে। ভর্তি সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bu.ac.bd এবং http://admission.bu.ac.bd তে পাওয়া যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: