মাইক্রোবাস সংঘর্ষ নিহত ২ আহত ২
শফিকুল খান জনি, (ফরিদপুর):
ঢাকা -খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুরে সোমবার (০৬ ডিসেম্বর ২০২১) সকাল ১০টার দিকে দিগন্ত পরিবহন ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ আহত ২।
নিহত ব্যক্তি বোয়ালমারী ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডঃ সুব্রত কুমার দাস (৩৫) তার বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামে। তার পিতার নাম শুবাস চন্দ্র দাস।
মাইক্রোবাস চালক মনির হোসেন মন্জু(৪০) তার বাড়ি একই উপজেলার কালিমাঝী গ্রাম তার পিতা নাম আঃসালাম মোল্লা। ঘটনাস্থলে আহত হয়েছেন অধ্যক্ষ ডাঃ প্রণয় কান্তি লস্কর ও আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধক্ষ ডাঃ সমীর কুমার বালা তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।