মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে গতকাল (৫ ডিসেম্বর) রোববার বিকেল সোয়া ৪ টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ মোছাঃ রিনা বেগম (৪০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধৃত মাদক ব্যবসায়ী মোছাঃ রিনা বেগম সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আরশাদ মিয়ার স্ত্রী।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর নেতৃতে সঙ্গীয় র্যাব সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া চকপাড়া গ্রামে ওই মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ রিনা বেগমের স্বামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আরশাদ মিয়ার মুদি দোকানের সম্মুখ কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী মোছাঃ রিনা বেগমকে আটক করে। পরে তাদের কাছে থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।