মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
আগামী (১৬ ই ডিসেম্বর ২০২১ ইং) মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (৬ ই ডিসেম্বর) সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরিতে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আতাউর রহমান, শ্রীবরদী পৌরসভার মেয়র ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া,শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো মোতাহারুল ইসলাম লিটন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সালেহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো আমিনুল ইসলাম ও হামিদুর রহমান।
যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন,শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি মো রেজাউল করিম বকুল, শ্রীবরদী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিক কমিশনার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। গঠন করা হয় কর্মসূচী বাস্তবায়নে উপ কমিটি।