শিরোনাম

South east bank ad

পুলিশ পরিচয়ে শিক্ষকের টাকা ও মোবাইল ছিনতাইকালে আটক

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুর সদর উপজেলার ডুবারচর এলাকায় পুলিশ পরিচয়ে শিক্ষকের টাকা ও মোবাইল ছিনাতাইকালে দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে শেরপুর জেলা শহরের মীরগঞ্জ মহল্লার আসাদ মিয়ার ছেলে আলিফ ও মোতালেব মিয়ার ছেলে আরাফাত।

পুলিশ সূত্রে জানাযায়, গতরাত সাড়ে এগারটার সময় শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারের ইউনিক কিন্ডারগার্টেন ও হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্কুল থেকে সদর উপজেলার সন্যাসীরচর গ্রামের বাড়ীতে যাওয়ার পথে ডুবারচর নামক স্থানে ওই দুই ছিনাতাইকারী পুলিশ পরিচয় দিয়ে মাদক উদ্ধারের নামে তাকে সার্স করে মোবাইল ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় শিক্ষক রফিকের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এবং টহল পুলিশ দল এসে ছিনতাইকারীদের আটক করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার এসআই সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিফ ও আরাফাতের নামে শেরপুর সদর থানায় রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তিনি আরো জানান, আলিফ ও আরাফাতের নামে বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। আলিফ একটি মামলায় একসপ্তাহ আগে জামিনে বেরিয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: