অস্ট্রেলিয়ার দলের একাদশ ঘোষণা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। দলের পাঁচ নম্বর ব্যাটার কে হবেন তা নিয়ে জল্পনা ছিল। উসমান খাজা ও ট্রাভিস হেডের মধ্যে লড়াই ছিল। শেষ পর্যন্ত একাদশে সুযোগ পেলেন হেড।
এ ব্যাপারে কামিন্স বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। দুটিই ভালো অপশন ছিল। দুজনই দারুণ ফর্মে। উজির (উসমান খাজা) অভিজ্ঞতা অনেক, তাকে স্কোয়াডে পেয়ে আমরা ভাগ্যবান; কিন্তু শেষ দুই বছরে ট্রাভি (ট্রাভিস হেড) আমাদের হয়ে অনেক খেলেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সে রান করেছে। আমরা মনে করি, সে পুরোপুরি প্রস্তুত।’
যৌন কেলেঙ্কারির ঘটনায় অধিনায়কত্ব হারিয়ে সাময়িকভাবে ক্রিকেট থেকে টিম পাইন সরে যাওয়ায় অধিনায়কত্ব পান কামিন্স। আর দলের উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন অ্যালেক্স ক্যারি। অ্যাশেজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে তার। ক্যারিসহ সাত ব্যাটার একাদশে রাখা হয়েছে। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গী মারকাস হ্যারিস। তিনে মানার্স লাবুশেন ও চার নম্বরে গত অ্যাশেজের সর্বোচ্চ রান সংগ্রহকারী অস্ট্রেলিয়ার নতুন সহঅধিনায়ক স্টিভ স্মিথ। পাঁচে হেড ও ছয় নম্বরে ক্যামেরুন গ্রিন। কামিন্সের সাথে পেস বিভাগে আছেন মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড। একাদশে একমাত্র স্পিনার নাথান লিঁও।
অস্ট্রেলিয়া একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), মারকাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মানার্স লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিঁও, জশ হ্যাজেলউড।