ফুলবাড়িয়ায় আগত মেয়ের মুখ দেখে যেতে পারলেন না পিতা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আগত মেয়ের মুখ দেখে যেতে পারলেন না এক হতভাগা পিতা। পিতাকে দাফনের ৫ঘন্টা পর মায়ের কোল জুড়ে নতুন অতিথি আরেক মেয়ের আগমন ঘটে। ইয়াতিম সন্তানদের নিয়ে মায়ের সংসার চালানো চ্যালেঞ্জ হলেও এলাকাবাসী বলছে এটি মহান আল্লাহ তা আলার একটি কুদরত।
স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ উত্তর পূর্বপাড়া হেলাল উদ্দিনের পুত্র ওমর ফারুক (৩২) গত শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে নিজ ঘরের বাঁশের আড় (ধন্না) এর সাথে গলায় কাঁপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। সে গত প্রায় ১ বছর যাবত মানসিক রোগে ভুগছিলেন। শনিবার মাগরিব নামাজের আগে ফারুকের দাফন কাজ সম্পন্ন হয়। এর ৫ ঘন্টা পর রাত ১০টায় মা সাজেদার কোল জুড়ে জন্ম নেয় ফুটফুটে আরেক কন্যা সন্তান। ফারজানা (১১) ও ফাহিমা (৮) নামের আরও দুটি কন্যা সন্তান রয়েছে তার।
ফারুকের ছোট ভাই আসাদুল জানায় , তার ভাই দিনমজুরের কাজ করত। সে হঠাৎ প্রায় ১ বছর যাবত মানসিক রোগে আক্রান্ত হলে অনেক কষ্টে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছি আমরা। কিন্তু কোন অভিমানে আত্মহত্যার পথ বেছে ছিল, সেটা তাদের অজানা।
কালাদহ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমি ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবো।