শিবগঞ্জে কলেজ গেটে ছাত্রীকে অপহরণ চেষ্টায় বখাটে গ্রেফতার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়া শিবগঞ্জে প্রকাশ্য এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে আলী হাসান (২৭) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় দিকে শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলী হাসান বগুড়া সদর উপজেলার চিঙ্গাসপুর গ্রামের মিলন মিয়ার ছেলে। তবে তিনি শিবগঞ্জের জুড়ি মাঝপাড়া গুজিয়া এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন।
মামলা সূত্রে জানা যায়, শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে (১৯) বখাটে হাসান দীর্ঘদিন ধরে প্রেম প্রস্তাব ও উত্যক্ত করে আসছিল। বিষয়টি কলেজ ছাত্রীর পরিবার জানার পরে হাসানের শ্বশুর বাড়ির লোকদেরকেও জানায়। তবে তারা কোন পদক্ষেপ নেয়নি।
রোববার বেলা সাড়ে ১১টায় ওই কলেজ ছাত্রী পরীক্ষা দিয়ে বের হলে কলেজ গেটেই হাসান তার মোটর সাইকেলে ছাত্রীকে উঠিয়ে অপহরণের চেষ্টা চালায়। এসময় কলেজ ছাত্রীর চিৎকারে আসপাশে লোকজন মোটরসাইকেলের গতি থামিয়ে হাসানকে আটক করে রাখে। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাসানকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অপহরণ চেষ্টার ঘটনায় আমরা মামলা নিয়েছি। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।