মোরেলগঞ্জে ক্লিনিক মালিক মুকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বেসরকারি ক্লিনিক মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (০৫ ডিসেম্বর ২০২১) বেলা ১২ টার দিকে পুলিশ মশিউর রহমান মুকুলের (৫২) মরদেহ উদ্ধার করে। বেলা ১১টার দিকে সে নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মশিউর রহমান মুকুল মোরেলগঞ্জ সদর বাজারের রাইসা ক্লিনক ও রাইসা মটরস এর স্বত্তাধীকারি ছিলেন। পারিবারিক কলহের কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে ধারণা করেছেন।
এ সম্পর্কে তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হেলেনা বেগম বলেন, তার স্বামী(মুকুল) করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা নেগেটিভ হওয়ার পরে তার মানষিক সমস্যা হয়। সে কারনেই আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে থানার ওসি ইকবার বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ##