নাটোরে ১০ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান
মো: রবিউল ইসলাম, (নাটোর):
মানবতার সেবায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটির ১০ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে আজ রবিবার (৫ ডিসেম্বর ২০২১) দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটে এ সম্মাননা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান।
ইউনিটের কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য এডভোকেট মিজানুর রহমান প্রমুখ।
নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক জালাল উদ্দিন জানান, করোনা সংক্রমণের প্রথম ও দ্বিতীয় ধাপে টিকাদান কার্যক্রম, কোভিড-১৯ আক্রান্তদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, হাসপাতালে ভর্তি রোগীদের খাবার পৌঁছে দেওয়াসহ মানবতার সেবায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নাটোর ইউনিটের ১০ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের সদর দপ্তর সম্মাননা প্রদানের নির্দেশনা প্রদান করে।