হেরোইন পাচারের সময় ১০ লাখ টাকার সহ আটক
মো: রবিউল ইসলাম, (নাটোর)
পায়ুপথের মাধ্যমে পেটে ঢুকিয়ে পাচারের সময় নাটোরের বাগাতিপাড়া থেকে প্রায় ১০ লাখ টাকার হেরোইন সহ ইব্রাহীম নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
আটকের পরে বিশেষ ব্যবস্থায় তার পেট থেকে বের করা হয় প্রায় ১০ লাখ টাকা মূল্যের হেরোইন।
আজ রবিবার (৫ ডিসেম্বর ২০২১) দুপুরে নাটোর র্যাব ক্যম্পে এক ব্রিফিংয়ে র্যাব-৫ নাটোর ক্যাম্পের উপ অধিনায়ক রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা গত মধ্যরাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে ইব্রাহীমকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে তার পেটের ভেতর রাখা হেরোইনের কথা স্বীকার করে। পরে র্যাব তার পেট এক্সরের মাধ্যমে নিশ্চিত হয়।
রাজশাহীর গোদাগাড়ি এলাকার ইব্রাহীম এভাবে নিয়মিত মাদক পাচার করতো বলে জানায় র্যাব।