শিরোনাম

South east bank ad

সরকারি খালের ওপর নির্মিত মেয়র আব্বাসের অবৈধ মার্কেট ভাঙ্গা হচ্ছে

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তিকারী রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী বর্তমানে কারাগারে রয়েছেন। দুই দফায় নৌকার টিকিট পেয়ে মেয়র পদে জয়ী হওয়া মেয়র আব্বাস তার নিজ এলাকায় অন্যায়-দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মাণ করেছিলেন মার্কেট। অবশেষে সেই অবৈধ মার্কেট ভাঙ্গার কাছ শুরু করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (০৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কাটাখালী বাজারের বাসস্ট্যান্ডের পাশে সরকারি খালের ওপরে নির্মাণাধীন ওই মার্কেটটি ভাঙার কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একইসঙ্গে ভাঙা হবে ওই এলাকায় গড়ে তোলা সব অবৈধ স্থাপনা, যেখান থেকে মেয়র নিয়মিত চাঁদা উত্তোলন করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খাল দখল করে সদ্য গড়ে তোলা মেয়র আব্বাসের মার্কেটের নিচ তলায় সাতটি দোকান রয়েছে। সেই দোকানগুলোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়। এছাড়া দোতলার ওপরের শুধু ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই মার্কেট ভাঙার পরে কাটাখালীর বাজারের উত্তরে মসজিদের সামনে অবৈধ দোকানপাটও উচ্ছেদ করা হবে। স্থাপনাগুলো উচ্ছেদের ফলে বেলঘড়িয়া, শ্যামপুরসহ আশেপাশের এলাকার মানুষ বর্ষা মৌসুমের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন। সম্প্রতি এই খালটি পুনঃসংস্কার করা হলেও তার মাঝের একাংশ দখল করে সেখানে মার্কেট গড়ে তোলা হয়।

কাটাখালি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান বলেন, গ্রেপ্তাকৃত মেয়র আব্বাসের মোট চারটা অবৈধ স্থাপনা রয়েছে এই খালের ওপরে। এই চারটা স্থাপনা ভাঙার জন্য ভ্রামম্যাণ আদালত কাজ সকাল থেকে কাজ শুরু করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনাগুলো ভাঙার কাজ শুরু হয়।

পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দিন বলেন, এই মার্কেটটি সরকারি খালের ওপর করা হয়েছে। এটি অপসারণের জন্য আমরা আগেই নোটিশ করেছি। এই নোটিশের তারা কোনো জবাব দেননি। তাই আইনানুগ ব্যবস্থা হিসেবে মার্কেটটি উচ্ছেদ করা হচ্ছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির অভিযোগে মেয়র আব্বাসের বিরুদ্ধে ডিজিটাল আইনে তিনটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ১ ডিসেম্বর আব্বাসকে গ্রেপ্তার করে র‌্যাব। গত ২ ডিসেম্বর ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে কারাগারে পাঠানো হয় বিতর্কিত এই মেয়রকে। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এছাড়া রবিবার (০৫ ডিসেম্বর) তার রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: