শিরোনাম

South east bank ad

বাউলের গানে ঋদ্ধ হলেন বগুড়ার দর্শক শ্রোতারা

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বাউলের গানে ঋদ্ধ হলেন বগুড়ার দর্শক শ্রোতারা। গানে গানে মুগ্ধতা ছড়িয়ে বাউল শিল্পীরা অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলে গেলেন। নানা গানে আর করতালিতে ভরে ছিল বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন।

শুক্রবার রাতে বগুড়া বাউল গোষ্ঠির আয়োজনে প্রদীপ প্রজ্জ্বল করে দিনব্যাপী বাউল উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, মানব মনে সম্প্রীতির সঞ্চার ঘটাতে হবে। বাউলরা মনের দুনিয়াতে বিচরণ করে। সাধনা ছাড়া বাউল হওয়া যায় না। আমাদের দেশে বাউল জনগোষ্ঠী শতবাধা উপেক্ষা করে তাদের সাধনা চালিয়ে যান। বাউলরা মনের কথার টানে একতারা বাজিয়ে পথের সন্ধানে চলে। সময়ের টানে এখন বাউলরা তাদের কর্মের মধ্যে টিকে আছে, থাকবে।

বগুড়া বাউল গোষ্ঠীর এই আয়োজন প্রশংসার দাবি রাখে। এই অনুষ্ঠানে যারা সংবর্ধিত হচ্ছেন তারাও গুণী কাজ করে যাচ্ছেন, গুণী কাজ করে বগুড়ার সংস্কৃতি তুলে ধরেছেন সারাদেশে। এই সম্মাননা তাদের আরও দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। সময়ের টানে সবাই কাজ করছে বাউলও পিছিয়ে নেই। সাম্যের গান গেয়ে চলেছে বাউল জনগোষ্ঠী। বাউল গান প্রাণের কথা বলে, সম্প্রীতির কথা বলে। আমাদের সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বাংলাদেশ ব্যাংক ঢাকার যুগ্ম পরিচালক শাহিন আকতার, বাচিক শিল্পী অধ্যক্ষ শ্রাবণী সুলতানা।

অনুষ্ঠানে সংগঠক হিসেবে আব্দুল হান্নান ও প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, বাউল শিল্পী জগদীশ চন্দ্র দাস এবং অভিনয়ে শাহাদৎ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন সুকুমার বাউল, বাউল পাগলা বাবলু, বাউল লতিফ শাহ, বাউল ক্ষ্যাপা বিদ্যুৎ, বাউল এমআর মানিক, বাউল ইভা, বাউল মিতু মন্ডলসহ বগুড়া বাউল গোষ্ঠির শিল্পীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: