চলনবিলের বিল থেকে আমাকে সিলিকন ভ্যালীতে কাজের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
উপজেলা ছাত্রলীগের কর্মী থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলনবিলের বিল থেকে আমাকে সিলিকন ভ্যালীতে কাজের সুযোগ করে দিয়েছেন বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার বার্ষিক সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক ডিজিটাল বাংলাদেশের নানা রূপকল্প তুলে ধরে বলেন, আমাদের তরুণরা চাকরির পেছনে না ছুটে যার যার জেলায় বসে নিজেরা যাতে ছোট ছোট স্টার্টআপ তৈরি করতে পারে তার জন্য ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করা হচ্ছে।
টাঙ্গাইলের মধুপুরে ১০০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য পরিকল্পনা মন্ত্রনালয়ে জমা দেয়া হয়েছে, আশা করছি ২১ সালের মধ্যেই আমরা সে কার্যক্রম শুরু করতে পারবো। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার লক্ষে টাঙ্গাইলে হাই-টেক পার্ক তৈরি করা হবে বললেন পলক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মন্ত্রী কৃষি মো: আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।