মাদারীপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা
আরাফার হাসান, (মাদারীপুর) :
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয়ের পথে পথে শীর্ষক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে মাদারীপুরে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান,এমপি, মাদারীপুর-২ ও সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।আরো ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন সেলিমসহ মুক্তিযোদ্ধাগন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।