নাটোর চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরু
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোর চিনিকলে ৫০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে তিনহাজার ২৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছর চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে সাড়ে ছয় শতাংশ।
শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় আয়োজিত এক অনুষ্ঠানে চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) কৃষিবিদ মো. আশরাফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান এবং আখচাষী নেতা ময়েজ উদ্দিন সরকার ও মোসলেম উদ্দিন।