শিরোনাম

South east bank ad

পদ্মায় ডুবে কিশোরের মৃত্যু

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে মো. নাঈম হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মাধবপুর পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নাঈম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নামে নাঈম। গোসলের একপর্যায়ে নাঈম পানিতে তলিয়ে গেলে তার বন্ধুরা বাড়িতে এসে খবর দেয়। পরে স্বজনরা নাঈমকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: