বগুড়ায় নৌকার তিন প্রার্থীসহ জামানত হারালেন ৪০ জন
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় নৌকার তিন প্রার্থীসহ ৪০ জন জামানত হারিয়েছেন। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এই ৪০ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আওয়ামী লীগের ও দুজন সাংবাদিক আছেন। বগুড়া সদর ও শাজাহানপুরের ১৭ ইউনিয়নে নির্বাচন হয়। ৪০ জন প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগও পাননি।
জামানত হারানো প্রার্থীদের মধ্যে বগুড়া সদরের ৮ ইউনিয়নে ১৪ জন ও শাজাহানপুরের ৮ ইউনিয়নে ২৬জন আছেন। শাজাহানপুরের একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ উপজেলার আমরুল ইউপিতে নৌকার রাকিবুল ইসলাম ও আড়িয়ায় আরিফুল হক জামানত হারিয়েছেন। এছাড়াও আড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ও স্থানীয় সাংবাদিক আবদুল ওহাব ও মাঝিড়ায় সাংবাদিক শাহাদত হোসেন জামানত হারিয়েছেন।
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউপিতে জামানত হারানো নৌকার প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলীম উদ্দিন।
প্রার্থীদের জামানত হারানোর এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ। তিনি জানান, এসব প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।
উল্লেখ এর আগে দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলায় ১১ ইউনিয়নের নির্বাচনে চারটিতে নৌকা প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়।