বিজয় দিবস উদ্যাপনের লক্ষে দুর্গাপুরে প্রস্তুতি সভা
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
বিজয়ের ৫০ বছর পূর্তিতে (১৬ ডিসেম্বর) এই মহান দিবসটি উদ্যাপনের লক্ষে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সোমেশ^রী হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল আহসান। কোভিড-১৯ এর কারণে বিগত তিনটি জাতীয় অনুষ্ঠান ভালভাবে পালন করতে পারেনি জাতি সেজন্য এবারে আসন্ন বিজয় দিবসটি পূর্নাঙ্গভাবে এবং বিভিন্ন আঙ্গিকে পালন করার জন্য সভায় বিষদ আলোচনা হয়।
এতে আলোচনায় অংশনেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,অফিসার ইন-চার্জ শাহ্ নূর-এ আলম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম-রফিক, যুবলীগ সভাপতি আঃ হান্নান,বিপ্লব মজুমদারসহ অনেকে।