শিরোনাম

South east bank ad

বাসচাপায় বাবা-ছেলেসহ তিনজন নিহত

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় বাবা-ছেলে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকালে ১ ঘণ্টার ব্যবধানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা এবং মহানগরীর শালবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া (৪০), তার ছেলে আব্দুল্লাহ আলিফ (১২) এবং রাজশাহীর তানোর উপজেলার বিল্লী বাজার এলাকার মোকছেদ আলীর ছেলে গ্রাম্য ডাক্তার নাজমুল হোসেন। নিহতের মধ্যে সাজু মিয়া দীপশিখা এনজিও গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন। আর তার ছেলে আব্দুল্লাহ আলিফ গোদাগাড়ীর রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন সাজু মিয়া। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাঁপা ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘নিহত বাবা-ছেলের ক্ষতবিক্ষত মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে তবে বাসের ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। তবে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীর শালবাগান ওয়াসা অফিসের সামনে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল চালক গ্রাম্য ডাক্তার নাজমুল হোসেন নিহত হন। বাসের চাপায় তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দ্রুতগতির একটি মোটরসাইকেল নওদাপাড়ার দিক থেকে রাজশাহী নগরীতে আসছিলো। অপরদিকে নগরী থেকে একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শালবাগান ওয়াসা অফিসের সামনে বাসটি মোটরসাইকেলকে চাপা দিলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ময়নাতন্তের জন্য নিহত নাজমুলের মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বেপরোয়া বাসটি নাজমুলকে চাপা দিয়েই পালিয়ে যায়। ফলে বাসটি জব্দ করা সম্ভব হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: