নানা আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির বর্ষপূর্তি পালিত
সোহেল কান্তি নাথ, (বান্দরবান):
বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে পার্বত্য শান্তিচুক্তির দু'যুগ বর্ষপূর্তি। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাজার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পাহাড়ের ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের নারী-পুরুষ নানা সাজে সেজে অংশগ্রহণ করে।
পরে রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু মারমাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে রাজার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় সেনাবাহিনীর উদ্যোগে গরীব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।