ধান শুকানো কে কেন্দ্র করে ভাইয়ের কিল ঘুষিতে ভাই নিহত
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোণার কেন্দুয়ায় রোদে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের কিল-ঘুষিতে আবুল কাসেম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলার ছিলিমপুর গ্রামের এই ঘটনাটি ঘটেছে।
নিহত আবুল কাসেম উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত রহিম খানের ছেলে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজি শাহ নেওয়াজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার (০২ ডিসেম্বর ২০২১) আনুমানিক সকাল ১০টার দিকে আবুল কাসেম বাড়ির পাশে রোদে ধান শুকাতে দেয়। এসময় তার চাচাতো ভাই সাদেক ও তার ছেলে মনিরের সাথে এ নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা আবুল কাসেমের বুকে ঘুষি মারলে মাঠিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।