ভোট ছিনতাইয়ের ঘটনায় মামলা জেলহাজতে ৩
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
ব্যবহ্নত অ-ব্যবহ্নত ব্যালট,মোবাইল ফোন ও ভোটের অন্যান্য উপকরণ ছিনতাইয়ের ঘটনায় ২০জনের নাম ঠিকানা উল্লেখ পূর্বক সোমবার দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে।
বিবরণে জানাযায় গত রবিবার (৩০নভেম্বর) ইউপি তৃতীয় ধাপের নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২নং দুর্গাপুর ইউনিয়নের ১৩নং মেনকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনভর ভোটগ্রহনের পর গননা ও ভোটের ফলাফল ঘোষনা শেষে সন্ধা অনুমান ৭টার দিকে সমস্থ উপকরণ সাথেনিয়ে নির্বাচনী কাজে নিয়োজিত সকল অফিসার, পুলিশ, আনসারগনসহ অটোযোগে নির্বাচনী ফলাফল কন্টোলরুমের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বমুহুর্তেই কেন্দ্র চত্তরেই ৪০/৫০জনের একটি সংঘবদ্ধ দল রাম দা,লাঠিসোটা,দেশীয় অস্ত্র-স্বস্ত্রসহ অতর্কিত মামলা চালিয়ে অটো ভাংচুর সহ সাথে থাকা ব্যবহ্নত, অ-ব্যবহ্নত ব্যালট,দুটি দামী মোবাইল ফোন,ব্যাগে থাকা কাপর চোপর ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা, এসময় অবস্থা বেগতিক দেখে সরকারী মালামাল রক্ষার্থে তিন রাউন্ড সিসা বুলেট ছুরা হলেও রক্ষা করতে পারেনি ঐসব সরকারী মালামাল, ঐ সময় দুই পুলিশ সদস্যও আহত হয়। এ বিষয়ে ঘটনার রাতেই দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয় যাহার নং-১২৪০ তারিখ-২৮/১১/২০২১ ইং।
এ ঘটনায় পরদিন (২৯ নভেম্বর) ঐ কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে ভোটে পরাজিত চেয়ারম্যান প্রার্থী(নৌকা প্রতীক)শাহিনুর আলম সাজু(৪৫)কে ১নং,তার কন্যা জামাতা রাজন(৩০)কে ২নং, শাহিনুর আলম সাজু’র পুত্র পিয়াস(২৫)কে ৩নং বিবাদী করে অপর ১৭ জনের নাম ঠিকানা উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে বিবাদী করে আইন শৃংখলা বিগ্নকারী অপরাধ(দ্রুত বিচার)(সংশোধনী ২০১৯)এর ৪/৫ ধারা মতে দুর্গাপুর থানয় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং ২৪ তারিখ-২৯/১১/২০২১। ঐ মামলায় উল্লেখিত ১৮নং আসামী নাইমুল ইসলাম সাকিল(২১),১৯নং আসামী শরিফুল আলম(২৫)ও ২০ নং আসামী আলমগীর হোসেন(২৭)কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি শাহ্ নূর-এ আলম। অন্যান্য আসামীরা এলাকাতেই প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে জানান স্থানীয়রা। উল্লেখ্য যে এখনো ছিনতাই বা লুট করে নেওয়া মালামলের সন্ধান মেলেনি।