শিরোনাম

South east bank ad

রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোর শহরের হরিশপুর এলাকায় ঢাকা-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে সংঞ্জাহীন অবস্থায় পড়ে থাকা বাক প্রতিবন্ধী অসুস্থ বৃদ্ধা নারী (৬৫)কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কের পাশে পড়ে থাকা বৃদ্ধাকে দেখতে উৎসুক জনতা ভিড় জমালেও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউ ছুঁয়ে দেখেনি ওই বৃদ্ধাকে । এ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে যান নাটোর সদর থানা পুলিশের সদস্যরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সংজ্ঞাহীন অবস্থায় এক বৃদ্ধা (৬৫) শহরের হরিশপুরে রাস্তার পাশে পড়েছিলেন। খবর পাওয়ার পর পুলিশ সদস্যদের সহায়তায় বৃদ্ধাকে উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই বৃদ্ধা করোনায় আক্রান্ত ভেবে ভয়ে তার সহায়তায় কেউই এগিয়ে যাননি। এখনও পর্যন্ত ওই বৃদ্ধার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল ইসলাম জানান, ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বৃদ্ধার করোনার উপসর্গ নেই বলে মনে হলেও চিকিৎসার প্রয়োজনে তার করোনা পরীক্ষা করানো হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: