দাদশী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাচ্চু মনোনয়ন পত্র প্রত্যাহার
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):
আগামী (২৬ শে ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দাদশী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী (স্বতন্ত্র) ও সাবেক চেয়ারম্যান মােঃ লুৎফর রহমান বাচ্চু তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার, গােয়ালন্দ ও রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়ন প্রত্যাহার করার জন্য লিখিত ভাবে আবেদন করেন।
তার আবেদনে তিনি উল্লেখ করেন, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মােঃ লুৎফর রহমান দাদশী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনােনয়নপত্র দাখিল করি। গত ২৯/১১/২০২১ তারিখ মনােনয়নপত্র বাছায়ের পর বৈধ প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বিবেচিত হই। ব্যাক্তিগত কারণে আমি নির্বাচন করতে ইচ্ছুক নহি বিধায় আমার মনােনয়নপত্র (প্রার্থীতা) প্রত্যাহর করছি।
এমতাবস্থায়, আমার মনােনয়নপত্র প্রত্যাহারের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হন।
বিনীত নিবেদন।
১|১২|২২ ২৩
(মােঃ লুৎফর রহমান)
চেয়ারম্যান পদ প্রার্থী (স্বতন্ত্র)
ইউনিয়নঃ দাদশী
মােবাইলঃ০১৭৬২৬০৬২৯৮