শিরোনাম

South east bank ad

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নাটোরে পতাকা শোভাযাত্রা

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটোরে অর্ধশত জাতীয় পতাকা নিয়ে বিজয় মিছিল করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (০১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শহরে এই শোভাযাত্রা বের করে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দপ্তর থেকে বের হয়ে নাটোর প্রেসক্লাবে আসে। এরপর শহর প্রদক্ষিণ করে টিএসসি মাদ্রাসা মোড়ে যেয়ে শেষ হয়।

বিজয় শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নাটোর জেলা কার্যালয়ের সহকারী কমান্ড্যান্ট মেহেদী হাসান ও নাটোর সদর উপজেলা কার্যালয়ের উপজেলা কমান্ড্যান্ট জগলুল আরেফীন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শফিকুল ইসলাম বলেন, আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা। জাতি এবার বিজয় দিবসের সুর্বণজয়ন্তী পালন করবে। এ উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাসব্যাপী কর্মসূচী গ্রহন করেছে। মাসের প্রথম দিনে জাতীয় পতাকার বিজয় শোভাযাত্রা মানুষের চেতনাকে শাণিত করবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: