শিরোনাম

South east bank ad

বরিশাল শেবাচিমের শিক্ষক, চিকিৎসকদের সাথে বিভাগীয় প্রশাসনের মতবিনিময়

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল):

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের আয়োজনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজের ১নং গ্যালারিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, শেবাচিমের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় শেষে অতিথিবৃন্দ মেডিকেল কলেজের হোস্টেল পরিদর্শন করেন। এসময় বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেন, আমরা সবাই মিলে বরিশাল বিভাগের স্বাস্থ্য সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভা শেষে অতিথিরা বিশ্ব এইডস দিবসের র‌্যালিতে অংশগ্রহন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: