শেরপুরে পৌর আ. লীগের সভাপতির বাসায় ককটেল হামলা
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসায় থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। মঙ্গলবার (৩০ নভেম্বর) দিনগত রাত নয়টার দিকে পৌরশহরের বারোদুয়ারীপাড়ায় মাদ্রাসা গেট সংলগ্ন ওই আ.লীগ নেতার বাসায় এই ককটেল হামলা চলানো হয়।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতের বেলায় দুর্বৃত্তরা তাঁর বাসা লক্ষ্য করে পরপর বেশকয়েকটি ককটেল নিক্ষেপ করে। এরমধ্যে একটি ককটেল বাসার প্রধান দরজা সংলগ্ন কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়। তিনি এই ঘটনায় থানায় মামলা করবেন জানান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, খবর পেয়েই টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) সাম্মাক হোসেনকে সর্ঙ্গীয় ফোসসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি থানায় এলে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা ও বলা সম্ভব হবে।
পরে ফাঁড়ির ওই পুলিশ কর্মকর্তা সাম্মাক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আতঙ্ক সৃষ্টির জন্য সম্ভবত পটকা জাতীয় কিছু ফাটানো হয়। বিস্ফোরিত কিছু আলামত দেখে সেটিও মনে হয়েছে। এছাড়া তেমন কিছু নয়। লিখিত অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি।