শিরোনাম

South east bank ad

অভিভাবকত্বের সুখ

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গল্পটি বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে বিজয়ী একজন মেধাবী ছাত্রীর। মেধা তালিকায় অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'ই' ইউনিটে ১ম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটে ৫৭তম, 'ঘ' ইউনিটে ৬৭তম; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটে ১৯তম; গুচ্ছ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) স্কোর ৮০.৭৫; সাত কলেজ ভর্তি পরীক্ষায় ৬ষ্ঠ স্থান ।

চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী ছাত্রীটির নাম নিঝুম সুলতানা মীম। বাড়ি শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে।

মীমের এমন সাফল্যের সংবাদ শুনে মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর মীমের মা-বাবার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পোষণ করেন। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) এই আলোকিত পরিবারটি জেলাপ্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলাপ্রশাসক পরিবারটিকে উচ্ছ্বসিত চিত্তে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উৎসাহব্যঞ্জক পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর মেধাবী ছাত্রীটিকে অভিভাবক হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার প্রদান করেন।

স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে এসকল মেধাবী শিক্ষার্থীদের হাতেই। জেলা প্রশাসন, শরীয়তপুর মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আনন্দিত। খুঁজে পায় অভিভাবকত্বের অনাবিল সুখ।

শাণিত শরীয়তপুর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: