দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহন (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন শাজাহানপুর থানার ফুলতলা (কানপাড়া) এলাকার শুকুর আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, মোহন ও তার দুই বন্ধু মটরসাইকেল যোগে খান্দার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। খান্দার পাসপোর্ট অফিস পার হয়ে শেহা প্যালেসের সামনে কয়েকজন যুবক মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর পর বাঁশ দিয়ে তাদেরকে পিটিয়ে রাস্তায় ফেলে দেন। এ সময় দুই যুবক পালিয়ে গেলে মোহনকে রাস্তায় ফেলে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মোহন মারা যান।
হত্যাকা-ের কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি। তবে ফুলতলা এলাকার এক যুবলীগ নেতার ক্যাডার হিসেবে পরিচিত মোহনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম বলেন, মোহনের সঙ্গে আহত অবস্থায় আরো দুইজন হাসপাতালে আসলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে মোহনকে ফেলে রেখে চলে গেছে।