ভোটে অবমাননা শহীদ মিনার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুনট উপজেলার ভোট কেন্দ্রগুলোতে শহীদ মিনারের অবমাননার অভিযোগ উঠেছে। কেন্দ্রগুলোর ভোট গ্রহণ কর্মকর্তা, ভোটার এবং আইন শৃঙ্খলা বাহিনির সদস্যরা জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে চলাচলে করতে দেখা যায়।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্যামগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, কাশিয়াহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন দৃশ্য চোখে পরে। এ উপজেলায় ১০টি ইউনিয়নের ৯০টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো কেন্দ্রেই শিক্ষা প্রতিষ্ঠানেই করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা শহীদ মিনারের বেদিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছেন। লাইনে দাঁড়ানো ভোটারদের শৃঙ্খলা রক্ষার জন্য শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠে আইনশৃঙ্খলা বাহিনির সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুপুর ১২টার দিকে শ্যামগাতি কেন্দ্রে দেখা যায় আসাদুজ্জআমান নামে এক পুলিশ সদস্য জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, ভোটাররা সবাই জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে ছিল। তাদেরকে শহীদ মিনারের বেদি থেকে সরানোর জন্য তিনি চেষ্টা করছেন। তবে অসাবধানতাবসত আমার পায়েও জুতা ছিল। এ বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।
শ্যামগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার জয়নাল আবেদীন জানান, শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠার বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে আমি শহীদ মিনারের মর্যাদা রক্ষার চেষ্টা করবো।