মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর গেইটে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
জানা যায়, রবিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হতে ওলিপুরে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর গেইট নামক স্থানে সিলেটগামী একটি এনা বাস মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল আরোহী উপজেলার রিয়াজনগরের মৃত আদিল হোসেনের ছেলে মুক্তার হোসেন(৫৫)বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হয় ও মোটরসাইকেল চালক চুনারুঘাট উপজেলার কমরপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে শাহজাহান(৩২) গুরুতর আহত হয়। নিহত মুক্তার হোসেন ও শাহজাহান শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাকুরী করতেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক আছে।