শিরোনাম

South east bank ad

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর গেইটে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

জানা যায়, রবিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হতে ওলিপুরে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর গেইট নামক স্থানে সিলেটগামী একটি এনা বাস মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল আরোহী উপজেলার রিয়াজনগরের মৃত আদিল হোসেনের ছেলে মুক্তার হোসেন(৫৫)বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হয় ও মোটরসাইকেল চালক চুনারুঘাট উপজেলার কমরপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে শাহজাহান(৩২) গুরুতর আহত হয়। নিহত মুক্তার হোসেন ও শাহজাহান শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাকুরী করতেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক আছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: