শিরোনাম

South east bank ad

মিরপুর থেকে অপহরনের ৭২ ঘন্টার মধ্যে ভিকটিমসহ অপহরনকারী উদ্ধার

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ডিএমপি ঢাকার মিরপুর থানা এলাকা হতে অপহরনের ৭২ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার সহ অপহরনকারী ১ জন গ্রেফতার করেছে র‌্যাব।

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে প্রতারণামূলক ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরী তরুনী মেয়েদের মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরন করে আসছে কয়েকটি সংঘবদ্ধ অপহরণকারী সিন্ডিকেট। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব ঘৃণিত অপহরনকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৬/১১/২০২১ তারিখ রাত ২১.০০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১জন ভিকটিম উদ্ধার করা সহ নিম্নোক্ত অপহরনকারী মোঃ আল-আমিন (২৮), জেলা গোপালগঞ্জ কে গ্রেফতার করা হয়।

অপরাধের কৌশল ও বিস্তারিতঃ সকলের উপস্থিতিতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী র‌্যাব সদস্যদের নিকট স্বীকার করে যে, সে গত ২৩/১১/২০২১ ইং তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় ঘটনাস্থল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কাউন্দিয়া প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা মেইন গেইটের সামনে থেকে ভিকটিম কে জোর পূর্বক একটি অজ্ঞাত নম্বরের সিএনজিতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায়।

র‌্যার সদস্যরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদে ভিকটিম র‌্যাবকে জানায় যে, গত ইং ২৩/১১/২০২১ তারিখ ধৃত বর্ণিত আসামী সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের সহায়তায় জোরপূর্বক অপহরন করে মিরপুর মডেল থানা এলাকায় আসামীর দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় রেখে ইং ২৩/১১/২০২১ তারিখ হতে ইং ২৬/১১/২০২১ তারিখ পর্যন্ত ভিকটিম কে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রর্দশন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং এই ধরনের অপহরনকারীর বিরুদ্ধে র‌্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: