আপেল খেতে না পারায় শিশুর আত্মহত্যা
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে রাকিব হোসেন (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে। সে উপজেলার ঘাগড়া ইউনিয়নের উদুয়ারকান্দা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও স্থানীয় রামকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আপেল খাওয়াকে কেন্দ্র করে শিশু রাকিবের সাথে তার বড়ভাই রাব্বি’র (১৩) ঝগড়া হয়। এক পর্যায়ে রাকিব ক্ষোভে ও অভিমানে সবার অজান্তে বাড়ির রান্না ঘরের আড়াতে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শিশু রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।