ধুনটে আ. লীগের ৮ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট করায় আট নেতাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ শুক্রবার (২৬ নভেম্বর ২০২১) দুপুরের দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
অব্যাহতি পাওয়া এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা হলেন, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লিপটন মাহমুদ, ত্রাণ বিষয়ক সম্পাদক, আব্দুল আলীম, সদস্য আব্দুর রশিদ, বিশা মন্ডল, ৬নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আজগর আলী মন্ডল, ৭নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন্দ, ১নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ তারেক হেলালের আনারস প্রতীকের পক্ষে উল্লেখিত নেতৃবৃন্দ সভা, মিটিং ও মিছিল করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। কার্য নির্বাহি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই নেতৃবৃন্দকে দলীয় পদ হতে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
উল্লেখ, ধুনট উপজেলায় ইউপি নির্বাচন আগামী (২৮ নভেম্বর ২০২১)। এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ দলীয় (নৌকা প্রতীক) প্রার্থী একজন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র (আনারস ও চশমা প্রতীক) ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাত পাখা প্রতীক) একজন এবং স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া ও মোটর সাইকেল প্রতীক) রয়েছেন ২ জন।