শিরোনাম

South east bank ad

নবীন বরণে বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগ

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা)

" একত্রে মোদের পথটি চলুক নতুন মন্দ ভালোয়- নবীন জীবন উঠুকভরে নতুন দিনের আলোয়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০-২১ শিক্ষাবর্ষে বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগে স্থান পাওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর ২০২১) বেলা ১১ টার দিকে বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগের সেমিনারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক অমর চন্দ্র দাসের স্বাগত বক্তব্যের পরপরই বাংলা সাহিত্যের শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছার মাধ্যমে এ নবীনদের স্বাগত জানান। মনোমুগ্ধকর এ বরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন সুলতানা নবীন কক্ষে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে বিভাগীয় প্রধান সৃষ্টিকর্তার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- দীর্ঘদিনের করোনা ক্রান্তী অতিক্রম করে আবারো আমরা একত্রিত হতে পেরেছি। বাংলা বিভাগে তোমাদের সুস্বাগতম জানাই। তোমরা তোমাদের মনন ও মেধাকে বাংলা সাহিত্যের এক অনন্য শিখায় পৌঁছে দিতে সক্ষম হবে বলে আশা রাখি।

তিনি আরো বলেন- তোমাদের মনে রাখতে হবে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখে গেছেন প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার সহ বড় বড় মনীষীরা। এ অবদানকে আরো ফলস্রুতি ও মধুর করে তুলতে হবে তোমাদেরই।

তাজবীন হাসান ও নাসরিন সুলতানার সঞ্চালনায় নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য করেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বাংলা সাহিত্যের ছাত্র মাহমুদ মিরাজ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সানাউল্লাহ রিয়াদ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদা সুলতানা ও নবীন শিক্ষার্থীদের মধ্যে নুরে তামান্না, শিরিন আক্তার ও ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সদস্য রাজিব দেবনাথ, শাহরিয়ার নাদিম, উপজেলা ছাত্রলীগের সাইফুল ইসলাম সাগর, কলেজ ছাত্রলীগের ফাহাদ হাসান তামিম, ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নবীনদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলা সাহিত্যকে বিশ্বের বুকে আরোও সুন্দর রূপে পরিবেশন করতে সঠিক গবেষণা ও চর্চা করার আহ্বান জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: