ঘুষ না দিতে মসজিদে নব নির্বাচিত চেয়ারম্যানের খোলা চিঠি
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দ্বিতীয়বার নির্বাচিত পুটিজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েল ইউনিয়নের সকল মসজিদে খোলা চিঠি দিয়েছেন। আজ শুক্রবার (২৬ নভেম্বর) প্রেরিত চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রিয় ইউনিয়নবাসি- ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কোন অনুদান, ভাতা এবং কার্ডের বিনিময়ে কোন টাকা লাগে না বিধায় উক্ত কাজের জন্য অসৎ ও প্রতারক লোকদের সাথে কোন প্রকার টাকা লেনদেন করবেন না। ইউনিয়ন পরিষদের ট্যাক্স, জন্মনিবন্ধন ফি, ট্রেড লাইন্সেস ফি ইত্যাদি সরকারী বিধি মোতাবেক সর্বনিম্ম হারে ধার্য করা হবে। কোন অতিরিক্ত টাকা আদায় করা হবে না। তাই ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট সকল কাজ নিজে উপস্থিত হয়ে সম্পন্ন করার অনুরোধ করা হলো।
এ ছাড়াও চিঠিতে তিনি বলেন, গত (১১ নভেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ভোটারদের মহা মূল্যবান ভোট ও দোয়ায় তিনি দ্বিতীয়বার চেয়ারম্যান হয়েছেন। তার জন্য ইউনিয়নবাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
জুম’আ আসা মুসল্লীদের কাছে তার মরহুম পিতা, বড় মা ও সকল মৃত ব্যক্তিদের আতœার মাগফেরাত ও ইউনিয়নের সকল জনগণের জন্য দোয়া কামনা করেন।