শিরোনাম

South east bank ad

যশোরের শার্শায় নৌকায় চড়লেন স্বতন্ত্র প্রার্থী আয়নাল

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (যশোর)

নির্বাচনের দুই দিন আগে যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলামকে সমর্থন জানিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম প্রত্যাহার করলেন উলশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আয়নাল হক।

আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকালে শার্শা উপজেলা চত্বরে শার্শার এমপি শেখ আফিল উদ্দিনের পরামর্শে ও নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ান আয়নাল হক।

আয়নাল হক বলেন, ইউনিয়নবাসীর ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের প্রতি আনুগত্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে আমি নৌকার প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। এসময় দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

এর আগে শার্শা সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সোহারাব হোসেন ও পুটখালি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন নৌকার প্রার্থীদের সমর্থন দিয়ে চেয়ারম্যান প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: