অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্বে প্যাট কামিন্স
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের নামই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়েছে, অষ্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের ৪৭তম টেস্ট অধিনায়ক হলেন প্যাট কামিন্স। প্রায় দুই বছর সহ-অধিনায়কের দায়িত্ব পালনের পর তিনি অধিনায়ক হলেন।
যৌন কেলেঙ্কারিতে অধিনায়কত্ব হারানো টিম পেইনের স্থলাভিষিক্ত হলেন প্যাট কামিন্স।
প্যাট কামিন্সের ডেপুটি হিসেবে যার নাম এসেছে সেটিতেও রয়েছে চমক। ২০১৮ সালে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে অধিনায়কত্ব খোয়ানো স্টিভ স্মিথকে করা হয়েছে দলের সহ-অধিনায়ক।